Edit SMS
Member name
Mobile number
Message
সম্মানীত পরিচালকবৃন্দ, আসসালামু-আলাইকুম, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২১তম বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক আপনি হয় মূলধন ফেরৎ নিবেন, না হয় আগামী ৩ মাসের মধ্যে প্রত্যেক পরিচালককে কমপক্ষে ৫টি করে প্লট বুকিং দিতে হবে। আপনি কোন সিদ্ধান্ত গ্রহণ করিবেন তা আগামী ৩১/০৫/২০২৩ইং তারিখের মধ্যে লিখিত আকারে হেড অফিসে জানাইয়া দিবেন। যদি আপনি মূলধন ফেরৎ না নিয়ে প্লট বুকিং দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ৩ মাস পর প্লট বিক্রি করিতে ব্যর্থ হন তাহলে রেজুলেশন মোতাবেক আপনি ''ড্রীম হ্যাভেন হাউজিং লিঃ'' এর পরিচালক হইতে বাতিল বলিয়া গণ্য হবেন এবং সময় অনুযায়ী আপনি আপনার মূলধন ফেরৎ পেয়ে যাবেন। ধন্যবাদান্তে, মোহাম্মদ আলী চেয়ারম্যান ড্রীম হ্যাভেন হাউজিং লিমিটেড